বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবন দস্যু মুক্ত ঘোষণার ৪ বছর পর নতুন করে জেলে অপহরণের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ৩ দস্যুকে আটকের দাবি করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।
পুলিশ জানায়, সম্প্রতি সুন্দরবনে কথিত নয়ন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাসুম ফরাজিসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনিরঘোল সংলগ্ন মৃগামারি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, কয়েকটি রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক মাসুম ফরাজি (৩৫) ও হাসান কবিরাজের (৩০) বাড়ি জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে এবং বনদস্যু মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদারের (৫০) বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামে। তাদের বিরুদ্ধে সুন্দরবনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর পাশ পারমিট নিয়ে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় ১১ জেলে মাছ ও কাঁকড়া ধরতে যায়। এরপর ১৮ ডিসেম্বর কথিত নয়ন বাহিনীর বনদস্যুরা জেলেদের জিম্মি করে তাদের স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে। অপহৃত জেলেরা ২১ ডিসেম্বর কেউ কেউ মুক্তিপণ দিয়ে ফিরে আসে এবং অনেকের টাকা দেয়ার সামর্থ্য না থাকায় বনদস্যুদের হাতে নির্যাতিত হয়ে ফিরে আসে। অবশেষে রোববার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনিরঘোলের মৃগামারি খাল থেকে এই তিনজনকে আটক করে পুলিশ।
এএআর/
Leave a reply