যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তাতে মেট্রোরেলের আইন ও বিধিমালা লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম বলেন, জনগণ বাড়তি ভাড়া দিতে আগ্রহী নয়। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মেট্রোরেলের ভাড়া অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। এই সরকার নির্বাচিত নয় বলেই এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি সিনিয়র নেতাদের জামিন ও কারাগারে ডিভিশন না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার।
ইউএইচ/
Leave a reply