‘কারিগরি ত্রুটির কারণে জাপার প্রার্থী প্রথমে ভোট দিতে পারেননি, পরে দিয়েছেন’

|

কারিগরি ত্রুটির কারণে জাপার প্রার্থী প্রথমে ভোট দিতে পারেননি। পরে তিনি ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। বলেন, এখন কোনো সমস্যা নেই।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে রংপুর সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, সকালে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি ছিল। বেলা বাড়ার সাথে সাথে গতি বাড়ছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, রংপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ধীরগতির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবেই রংপুরের ভোট সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান জানান, রংপুরে মোট ১৮শ’ ৭টি সিসি ক্যামেরা দিয়ে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply