সোভিয়েত পরবর্তী কমনওয়েলথ নেতাদের সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৬ ডিসেম্বর) সেন্ট পিটার্সবার্গে আলোচনায় বসেন নেতারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মস্কো জানায়, মূলত নতুন বছর উপলক্ষে মিত্র রাষ্ট্রপ্রধানদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন তারা। রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলে দাবি পুতিন প্রশাসনের। তবে এদিন কোন কোন ইস্যুতে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, ক্রিসমাস ও নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এদিন ইউক্রেন ইস্যুতেও কথা বলেন নেতারা।
পুতিন বলেন, সিআইএস দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো- ইউরেশীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু অঞ্চলটি ঘিরে বহির্বিশ্বের হুমকি বেড়েই চলেছে। আমাদের মধ্যেও রয়েছে চরম মতবিরোধ। সংলাপের মাধ্যমেই বিভেদ দূর করতে হবে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর, ১৫ রাষ্ট্র মিলে গঠন করে সিআইএস জোট। এ জোটে যোগ দিয়েছিল না লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া। তবে পরবর্তীতে ২০০৯ সালে জর্জিয়া এবং সবশেষ ২০১৪ সালে ইউক্রেন বের হয়ে যায় ওই জোট থেকে।
ইউএইচ/
Leave a reply