ঢাবিতে শিক্ষকদের ওপর হামলা: প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দিন খানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এই মানববন্ধন করেন তারা। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হামলার পর প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা যথাযথ ছিলনা।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর মিছিল করে প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

এদিকে আন্দোলনকারীরা দাবি করেছে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩১ টি বিভাগের বিভিন্ন বর্ষে ক্লাস বিঘ্নিত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply