বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে আবারও সেরা র্যাঙ্কিংয়ে লিটন দাস। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দেশের সেরা ১২-তম অবস্থানে উঠেছেন তিনি। পেছনে ফেলেছেন ভিরাট কোহলি ও জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটারদের।
গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট শেষে তার অবস্থান ছিল ১২। এরপর নেমে গিয়েছিলেন। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের আগে অবস্থান ছিল ১৪। মিরপুরে দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলে আবার ফিরেছেন ১২ নম্বরে।
টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে ৯৩৬ পয়েন্ট নিয়ে সেরা ব্যাটারের অবস্থান ধরে রেখেছেন। সেরা ১১তম ব্যাটিং র্যাঙ্কিংয়ে আসেনি কোনো পরিবর্তন। বাবর আজম আগের মতোই দুই নম্বরে আছেন। টেস্টের সেরা বোলার প্যাট কামিন্স। সেরা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ওই র্যাঙ্কিংয়ে তিনে আছেন সাকিব।
বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে থাকা ১০ খেলোয়াড়ের তালিকা:
তামিম ইকবাল: ১৪
মুশফিকুর রহিম: ১৬
সাকিব আল হাসান: ১৭
মুমিনুল হক: ১৮
হাবিবুল বাশার: ২৪
মাহমুদউল্লাহ: ৩৩
নাসির হোসেন: ৩৮
মোহাম্মদ আশরাফুল: ৪২
শাহরিয়ার নাফীস: ৪৩
জুনায়েদ সিদ্দিক: ৪৭
/আরআইএম
Leave a reply