শেষ হলো চীন-রাশিয়ার নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়া ‘জয়েন্ট সি ২০২২’। গত সাতদিন ধরে পূর্ব সাগরে জল ও আকাশ প্রতিরক্ষায় নিজেদের সম্মিলিতভাবে নিজেদের সক্ষমতা প্রদর্শন করে দুদেশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পূর্ব সাগরে শেষ দিনের মতো নিজেদের সামরিক শক্তিমত্তা ঝালাই করে চীন -রাশিয়া। এ মহড়ায় আক্রমণ মোকাবেলায় দুই দেশের পূর্ণাঙ্গ প্রস্তুতি ঝালাই করা হয়। পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ সফল হয়েছে বলে দাবি মস্কো ও বেইজিংয়ের।
মহড়া শেষে দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে গুরুত্বপূর্ণ চীন রাশিয়ার সেনাদের সমন্বিত কার্যক্রম। দ্বিপাক্ষিক কৌশলগত সামরিক সম্পর্ক জোরদার ও সমন্বিত কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ জানানো হয়।
জানা গেছে, উভয় দেশের অত্যাধুনিক বেশ কয়েকটি জাহাজ অংশ নেয় এ মহড়ায়। ছিল গাইডেড মিসাইল ক্রুজার, অ্যান্টি সাবমেরিন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দুই দেশের সেনাদের সমন্বয়ের বিষয়টি গুরুত্ব দেয়া হয়।
/এসএইচ
Leave a reply