লাখো ফুটবলপ্রেমীর সাথে কিংবদন্তি পেলের প্রয়াণে শ্রদ্ধা জানালেন মার্কিন রাজনীতিকরাও। বুধবার টুইটবার্তায় তারা প্রকাশ করেন গভীর শোক ও শ্রদ্ধা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, কিংবদন্তি হিসেবে বিনয়ী পেলের উত্থানই মনে করিয়ে দেয়- চাইলে সবকিছু সম্ভব। খেলাই একমাত্র বিভেদ ভুলিয়ে সবাইকে জোটবদ্ধ করে, যা দেখিয়ে গেছেন পেলে।
For a sport that brings the world together like no other, Pelé’s rise from humble beginnings to soccer legend is a story of what is possible.
Today, Jill and I's thoughts are with his family and all those who loved him. pic.twitter.com/EkDDkqQgLo— President Biden (@POTUS) December 29, 2022
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ অন্যান্য রাজনীতিকরাও কিংবদন্তী এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের টুইটবার্তায় প্রকাশ পেয়েছে পেলের ‘মানবিক রূপ’। তিনি বলেন, খেলোয়াড়ের ঊর্ধ্বে তিনি বৈশ্বিক মানবতার প্রতীক। ফুটবল মঞ্চকে তিনি নিপীড়িত-বঞ্চিত শিশুদের অধিকার আদায়ে কাজে লাগিয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্মের তরুণদের দিয়েছেন অনুপ্রেরণা।
Pelé was not only a football legend but also a humanitarian and global icon. He used his platform to empower disenfranchised children and inspire generations around the world. We give thanks for his life and legacy. pic.twitter.com/X9UpOMH2eI
— Bill Clinton (@BillClinton) December 29, 2022
এছাড়াও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, ফুটবলের যাদু দিয়ে সবাইকে জোটবদ্ধ করেছেন পেলে।
ইউএইচ/
Leave a reply