স্বপ্নের মেট্রোরেলে চড়তে ভোর থেকেই যাত্রীদের দীর্ঘ সারি

|

আজ ছুটির দিনে স্বপ্নের মেট্রোরেলে চড়তে ভোরের আলো ফোটার আগে থেকেই ছিল যাত্রীদের দীর্ঘ সারি। দিয়াবাড়ি ও আগারগাঁও, উভয় স্টেশনেই এমনটি দেখা গেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় উত্তরা উত্তর স্টেশন থেকে দ্বিতীয় দিনের প্রথম ট্রেন ছেড়ে যায়।

যাত্রীদের অধিকাংশই গতকাল মেট্রোরেলে উঠতে না পেরে ফিরে গিয়েছিলেন। তাই আজ মেট্রোরেল যাত্রা নিশ্চিতে তারা আগেই লাইনে দাঁড়িয়েছেন। আগ্রহী যাত্রীদের প্রত্যাশা একটাই, ইতিহাসের সাক্ষী হওয়া। অনেকে পরিবার পরিজনসহ এসেছেন এই ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য। আগ্রহীদের অনেকে ফিরতি পথেও মেট্রোরেল ব্যবহার করবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে পরের ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply