সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: এমরান সালেহ প্রিন্স

|

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ফাইল ছবি।

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। সে জন্য উন্নয়ন দেখাতে তাড়াহুড়ো করেই উদ্বোধন হয়েছে মেট্রোরেল। এমন মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেট্রোরেলের পরিকল্পনা ও প্রাথমিক কাজ ২০০৫ সালে বিএনপির আমলেই শুরু হয়েছিল। দফায় দফায় খরচ বাড়িয়ে অন্য দেশের তুলনায় ৩-৪ গুণ বেশি খরচ করেছে সরকার। ভারতের ৮টি শহরের চেয়েও কয়েকগুণ বেশি খরচে বাংলাদেশে মেট্রোরেল করা হয়েছে বলে দাবি করেন প্রিন্স। বড় প্রকল্প মানেই দুর্নীতির মহোৎসব বলে মন্তব্য করেন তিনি। বলেন, শুক্রবার গণমিছিলকে কেন্দ্র করে ঢাকা থেকে বিএনপির ১৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নিশিরাতের সরকার সীমাহীন অহমিকা ও কথিত কৃতিত্বের আনন্দে ভাসছে। তারা কোটি কোটি টাকার প্রচার মহাযজ্ঞে ঢেকে দিতে চাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর প্রতিবেশী দেশের থেকেও ৩-৪ গুণ বেশি খরচ করা মেট্রোরেল প্রজেক্ট নিয়ে ওঠা দুর্নীতি ও লুটপাটের অভিযোগ।

আরও পড়ুন: বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়: আইন ও সালিশ কেন্দ্র

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply