জাতিসংঘের সমালোচনায় নেতানিয়াহু

|

জাতিসংঘের প্রস্তাবকে জঘন্য বলে আখ্যা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন ইস্যুতে তেলআবিবের বিরুদ্ধে প্রস্তাব পাস হওয়ায় জাতিসংঘের তীব্র সমালোচনা করেন তিনি। খবর এপির।

গতকাল শনিবার (১ ডিসেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের মতামত চাওয়া সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। পবিত্র নগরী জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের আইনি পরিণতি ইস্যু উল্লেখ করা হয় সেখানে।

এক ভিডিওবার্তায় এরই প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, জাতিসংঘের কোনো প্রস্তাবই ইসরায়েলেকে থামাতে পারবে না।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের এ ধরনের জঘন্য প্রস্তাব পাস হওয়ার মাধ্যমে ইসরায়েলের সরকারকে বেঁধে রাখা যাবে না। ইহুদি জনগণ কখনোই নিজ ভূখণ্ডে দখলদার নয়। আমার রাজধানী জেরুজালেমেও আমরা দখলদার নই। এই ঐতিহাসিক সত্যকে জাতিসংঘের কোনো প্রস্তাবই বদলে দিতে পারবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply