করোনায় ফের কোণঠাসা চীন, বিধিনিষেধ দিলো অস্ট্রেলিয়া, কানাডা ও মরক্কো

|

চীন থেকে আসা ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করলো অস্ট্রেলিয়া-কানাডা ও মরক্কো। রোববার (১ জানুয়ারি) দেশগুলোর তরফ থেকে আসে এ নির্দেশনা। খবর আল জাজিরার।

জানানো হয়, নির্ধারিত ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারলে, বিমানে চড়ার সুযোগ পাবেন। সাথে থাকতে হবে তিনটি ভ্যাকসিন গ্রহণের প্রমাণ। দেশগুলোর সরকার বলছে, এটি অস্থায়ী বিধিনিষেধ। যা জানুয়ারির ৫ তারিখ থেকে আগামী একমাসের জন্য বহাল থাকবে।

এর আগে, যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ অন্তত ১৫টি দেশ আরোপ করেছিলো বিধিনিষেধ। গেলো মাসেই, জনরোষের মুখে ‘জিরো কোভিড’ নীতিমালা প্রত্যাহার করে চীন। এরপরই দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনার বিস্তার। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটি’র তথ্য অনুসারে, করোনায় দৈনিক ৯ হাজার মানুষের মৃত্যু হচ্ছে চীনে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply