ফিলিপাইনে বিদ্যুৎ বিভ্রাটে অকেজো বিমানবন্দর, বাতিল শতাধিক ফ্লাইট

|

বিদ্যুৎ বিভ্রাট এবং কারিগরি ত্রুটির কারণে ফিলিপাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হলো শতাধিক ফ্লাইট। রোববার (১ জানুয়ারি) ভোগান্তিতে পড়ে ৫৬ হাজারের বেশি যাত্রী। খবর দ্য গার্ডিয়ানের।

বিমান কর্তৃপক্ষ জানায়, ম্যানিলার ‘নিনয় অ্যাকুইনো ইর্ন্টান্যাশনাল এয়ারপোর্ট’ পড়ে সংকটে। বিমানগুলোর সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হচ্ছিলো রাডার। যে কারণে বাতিল করা হয় দেশ-বিদেশের শতাধিক ফ্লাইটের উড্ডয়ন। তাছাড়া অবতরণের জন্য আসা বিমানও ঘুরে যাচ্ছিলো বিকল্প এয়ারপোর্টের দিকে। আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের অসন্তোষ থামাতে এগিয়ে আসে ফিলিপাইন এয়ারলাইন্স ও সেবু প্যাসিফিক। তারা জানায়, যাত্রীরা চাইলে পরবর্তী ফ্লাইটে রাখতে পারেন রিবুকিং। অথবা বিমানের টিকিট পাল্টে নিতে পারেন ভাউচারে।

গভীর রাতে বিবৃতি দিয়ে ম্যানিলা এয়ারপোর্ট জানায়, সন্ধ্যা ৮টা নাগাদ আংশিকভাবে সক্রিয় করা গেছে সিস্টেম। আপাতত ১৬টি বিমান ওঠা-নামার সুযোগ পাবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply