বিপিএল শুরুর আগেই হ-য-ব-র-ল অবস্থা

|

ছবি: সংগৃহীত

বিপিএল শুরু হতে বাকি তিনদিন কিন্তু এখনো তৈরী হতে পারেনি দলগুলো। কারো প্রাকটিস কিট নেই, তো কারো নেই নিজ দলের জার্সি। এখনো আসেননি কোনো বিদেশি ক্রিকেটারও। এমন বাস্তবতার মাঝে মিরপুর স্টেডিয়ামের এক একাডেমি মাঠেই পালাক্রমে অনুশীলন করছে দলগুলো।

মিরপুর ক্রিকেট একাডেমি মাঠ যেন ক্রিকেটারদের হাট! তবে, কে কোন দলের, কার জন্য অনুশীলন করছে বোঝার কোন পথ নেই। থাকবেই বা কিভাবে? টুর্নামেন্ট শুরুর তিন দিন বাকি থাকলেও, এখনো যে অনেকগুলো দলই জার্সিটাই তৈরী করতে পারেনি। যেমন খুশি তেমন সাজোর এই প্রতিযোগিতা, একমাত্র ভেণ্যু বিসিবির একাডেমি মাঠ। একমাত্র রংপুর রাইডার্স ছাড়া বাকি ৬ দল নিজেদের ঝালিয়ে নিচ্ছে একাডেমি মাঠেই।

ছবি: সংগৃহীত

খেলা শুরু হতে বাকি আর মাত্র ৩ দিন তবে, এখনও দলগুলোতে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। এমনিতেই এবার সেরকম বিদেশি বড় তারকার নাম নেই। তার ওপর একই সাথে তিনটা ফ্রাঞ্জাইজি লিগ চলবে বলে কে কখন আসবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। এমন বাস্তবতা জানা ছিলো অনেক আগেই। তারপরও কেন অনুশীলন ক্যাম্পটা আগে শুরু হলো না এই প্রশ্নটা থেকেই যায়? কিংবা বিপিএল কি ক্রমেই হারাচ্ছে রঙ?

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply