রাজবাড়ী প্রতিনিধি:
প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৪টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিটে পুনরায় চালু করে দেয়া হয়।
জানা গেছে, রাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণার পর মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি। ফলে তীব্র শীতে ভোগান্তিতে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৪০ মিনিটি থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়। এতে মাঝ নদীতে কেরামত আলী, মাধবীলতা ও কুমিল্লা নামের ৩টি ফেরি নোঙর করে ছিল। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় পুনরায় চলাচল শুরু হয়েছে।
এএআর/
Leave a reply