প্রতিবেশীদের সাথে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিয়ে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন মিয়ানমারের

|

মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবসের প্যারেড পরিদর্শন করছেন দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং।

৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে মিয়ানমার। বুধবার (৪ জানুয়ারি) রাজধানী নেইপিদোতে জমকালো প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আয়োজন। খবর ইরাবতীর।

এদিন প্যারেডে অংশ নেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। এ সময় তার বক্তব্যে বেশ কিছু দেশের বিরুদ্ধে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি। মিয়ানমারের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর প্রতি জানান কৃতজ্ঞতা। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নের ইঙ্গিতও দেন জান্তাপ্রধান।

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, মিয়ানমারে সেনা শাসন নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা এবং চাপের মুখে রয়েছি আমরা। দেশের সত্যিকার পরিস্থিতি যারা বোঝেন এবং রাজনীতিতে যাদের সমর্থন রয়েছে তাদের ধন্যবাদ দিতে চাই। সীমান্তে স্থিতিশীলতা ও উন্নয়ন ইস্যুতে ভারত, চীন, থাইল্যান্ড, লাওস, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নের জন্য কাজ করছি আমরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply