কূটনৈতিক চাপ আগের যেকোনো সরকারের চেয়ে কমে গেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বললেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যেভাবে তারা তৎপর ছিলে, এখন সেভাবে পারে না।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, প্রনয় ভার্মার সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কথা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুযোগ থাকলে ভারত সহযোগিতা করবে। তবে এই বিষয়ে সরকার কোনো সহযোগিতা চায়নি।
বিএনপি কোনো কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটাতে পারবে না বলেও জানান তিনি। বলেন, দল হিসেবে ১১ জানুয়ারি বিএনপির গণঅবস্থানকে ঘিরে আওয়ামী লীগ সতর্ক থাকবে। তবে কোনো সংঘর্ষে যাবে না।
কৃষিমন্ত্রী আরও বলেন, ভোজ্যতেল আমদানি অর্ধেকে নামিয়ে আনতে চাই। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে কম আমদানি করতে হয়। সার আমদানি করে যথাযথভাবে সরবরাহ না করে আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যবস্থা নেয়া হচ্ছে।
/এমএন
Leave a reply