আলোচিত রকেট সিস্টেম হাইমার্স কেনার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

|

এবার যুক্তরাষ্ট্রের আলোচিত রকেট সিস্টেম হাইমার্স কেনার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার এই ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা শিল্প বিষয়ক মন্ত্রী প্যাট কনরয়। খবর সিএনএনের।

এক বিতৃতিতে প্যাট বলেন, ২০২৬ সালের মধ্যে ২০টি হাইমার্স রকেট সিস্টেম সংযুক্ত হবে অস্ট্রেলীয় সামরিক বাহিনীতে। এই খাতে প্রায় ৭শ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। এই উদ্যোগ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবতর্ন আনবে বলে জানান তিনি। হাইমার্স ৩০০ কিলোমিটারের ভেতর যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

রুশ আগ্রাসন ঠেকাতে মার্কিন হাইমার্স সিস্টেম ব্যবহার করছে ইউক্রেন। সম্প্রতি দোনেৎস্কে রুশ অবস্থানে হাইমার্স হামলা চালিয়ে বড় ধরনের সফলতা পায় ইউক্রেনীয় বাহিনী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply