ডেঙ্গু ছড়ানোর মৌসুম না হলেও এখনো ডেঙ্গুতে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় সিটি করপোরেশন ও মন্ত্রণালয় কাজ করছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও মশাবাহিত রোগ প্রতিরোধে’ দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আগে এই সময়ে ডেঙ্গুর প্রকোপ কমে যেতো। কিন্তু এ বছর এখনো রোগী পাওয়া যাচ্ছে। বিষয়টি চিন্তার বলে মন্তব্য করেন তিনি। তবে বিভিন্ন দেশের অভিজ্ঞতা, কীটতত্ত্ববিদদের পরামর্শ মেনে এক্ষেত্রে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঢাকার দুই সিটিকে ১০টি অঞ্চলে ভাগ করে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলছে। এ সময় উপস্থিত ছিলেন রাজধানীর দুই সিটি মেয়রসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউএইচ/
Leave a reply