বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২টি স্বর্ণের বারসহ মিলন হোসেন (২২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত মিলন হোসেন বেনাপোলের নারানপুর গ্রামের মসিউর রহমানের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, বুধবার সকালে ঢাকা থেকে আনা একটি স্বর্ণের চালান বেনাপোল সীমান্ত পথে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। দূর্গাপুর এলাকা দিয়ে একটি নসিমন যোগে সীমান্তের দিকে প্রবেশের সময় আমড়াখালি চেকপোষ্টের বিজিবি সদস্যরা মিলনকে আটক করেন। পরে তল্লাশি করে তার কাছে ২টি স্বর্ণে র বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণ কাষ্টমস হাউসে জমা দেয়া হয়েছে এবং মিলনকে বেনাপোল বন্দর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
Leave a reply