বিশ্বজুড়ে অর্থডক্স খ্রিস্টানদের বড়দিন উদযাপন

|

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে পালিত হচ্ছে অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন। শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) চলছে এ সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন। মূলত ৪৫ খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার প্রণীত পঞ্জিকা অনুসারে উদযাপান করা হয় দিনটি।

এদিন রাশিয়া, ইউক্রেন, গ্রিস, মিসর, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই মহা ধুমধামে এ ক্রিসমাস উদযাপন করেন অর্থোডক্স খ্রিস্টানরা।

জানা গেছে, এবার সবচেয়ে বড় আয়োজন ছিল রাশিয়ায়। বড়দিনের প্রার্থনায় মস্কোর ক্রাইস্ট দ্যা সেভিয়ার ক্যাথেড্রালে জড়ো হন বহু মানুষ। দেশ এবং জাতির কল্যাণ কামনা করেন অর্থোডক্সদের সর্বোচ্চ ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিল। ক্রেমলিনে প্রার্থনায় যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যবার ক্যাথেড্রালে অংশ নিলেও এবার ব্যক্তিগতভাবে ধর্মীয় আচার সারেন তিনি। এছাড়া শুক্রবার (৬ জানুয়ারি) রাতে জেরুজালেমের বেথলেহাম ন্যাটিভিটি চার্চেও পালিত হয় ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply