ইউক্রেনের বাখমুতে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। শনিবার (৭ জানুয়ারি) অঞ্চলটিসহ খেরসন ও লুহানস্কে তীব্র গোলাবর্ষণ হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। খবর রয়টার্সের।
বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে খেরসনে ৩৯ দফা ও লুহানস্কে ১৪ দফা গোলাবর্ষণের কথাও জানানো হয়। যুদ্ধবিরতির কথা বললেও তা মানেনি রাশিয়া, এমন অভিযোগও করেছে ইউক্রেন। বিরতিহীনভাবেই হামলা হয়েছে বলে দাবি কিয়েভের। অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে শুক্রবার থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দেয় মস্কো। যা প্রত্যাখান করে ইউক্রেন।
প্রেসিডেন্ট জেলেনস্কির সন্দেহ, রুশ সেনাদের ব্যাপক প্রাণহানির পর নতুন করে সেনা পুনর্বিন্যাসে সময় নিয়েছে মস্কো। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শনিবার মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করে তারা। তবে এসময় কিয়েভের তরফ থেকে হয়েছে একাধিক হামলা। যা ঠেকাতে কিছু কিছু অঞ্চলে গোলাবর্ষণে বাধ্য হয় মস্কো।
আরও পড়ুন: ৫০ হাজার বছর পর বিরল ধূমকেতু দেখবে বিশ্ব
/এম ই
Leave a reply