নির্বাচনে রুশ হ্যাকাররা প্রভাব ফেলেছিলো: ট্রাম্প

|

????????????????????????????????

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে আবারও ভোল পাল্টালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা প্রতিবেদনে আস্থা আছে দাবি করে এবার তিনি মন্তব্য করেছেন, নির্বাচনে রুশ হ্যাকাররা প্রভাব ফেলেছিলো। মঙ্গলবার হোয়াইট হাউজে এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেন ট্রাম্প।

যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন নির্বাচনে কোন প্রভাব ফেলেনি রাশিয়া। তবে তার এমন বক্তব্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরেই সমালোচনার ঝড় ওঠে।

এখন ট্রাম্প দাবি করছেন, ভুল শব্দ চয়নের কারণে তৈরি হয়েছে বিভ্রান্তির। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, নির্বাচনে ফল পাল্টাতে রাশিয়া প্রভাব ফেলেনি এমন ভাবার কোন কারণ নেই।

তবে ট্রাম্পের এসব সাফাইয়ে মন গলছে না মার্কিন আইনপ্রণেতাদের। এ ব্যাপারে দ্রুত শুনানি শুরুর তাগিদ দিয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply