টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

|

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বনগাঁও হাতিপাড়া গ্রামে। এ ঘটনায় আজাদুল ইসলাম নামে অপর ট্রাক চালক আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘাটাইলের টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হরিপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল জলিল নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আজাদুল ইসলাম নামে অপর অপর ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসাইন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply