হৃদয়-শান্তের ঝড়ে ঢাকাকে ২০২ রানের লক্ষ্য দিলো সিলেট

|

ছবি: সংগৃহীত

তৌহিদ হৃদয়ের ৮৪ আর নাজমুল শান্তের ৫৭ রানে ভর করে নিজেদের টানা ৪র্থ জয়ের লক্ষ্যে থাকা সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ডোমিনেটরসের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২০১ রান করেছে।

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই মোহাম্মদ হ্যারিসের উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। ৬ রান করে তাসকিনের বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হ্যারিস।

এরপর জ্বলে ওঠেন সিলেটের ইনফর্ম দুই ব্যাটার। আগের ম্যাচের হতাশা কাটিয়ে এদিন ৩৯ বলে ৫৭ রানের দারুন এক ইনিংস খেলেন নাজমুল শান্ত। যেখানে ছিলো দুটি ছক্কা আর ৭টি চারের মার। দলীয় ১০৫ রানে আল-আমিনের বলে শেহজাদের হাতে শান্ত আউট হলে ভাঙ্গে ৮৮ রানের জুটি।

তবে তৌহিদ হৃদয় ছিলেন আরও ভয়ঙ্কর। অন্য প্রান্তে যখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল তখন সজোরে চলছিল হৃদয়ের ব্যাট। শেষ পর্যন্ত ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন হৃদয়। যেখানে ছিল ৫টি চার ও ৫টি ছয়ের মার।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০১ রান করে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ডোমিনেটরসের হয়ে ৩ উইকেট নেন আল-আমিন। দুই উইকেট নিয়েছেন তাসকিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply