আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভয়াবহ হামলা চালিয়েছে আইএস। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। বুধবার (১১ জানুয়ারি) রাজধানী কাবুলে আত্মঘাতী এ বোমা বিস্ফোরণ করা হয়। খবর এবিসি নিউজের।
তালেবান প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ হামলা চালানো হয়। এ সময় পররাষ্ট্র দফতরের ভেতরে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা। ঢুকতে ব্যর্থ হয়ে ভবনের বাইরেই বোমা বিস্ফোরণ করে তারা।
এক টেলিগ্রাম বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে খোরাসান প্রদেশের আইএস’র স্থানীয় শাখা আইএসকে। হামলার সময় ভবনটিতে আফগান কর্মকর্তাদের সাথে এক চীনা প্রতিনিধির সাক্ষাতের কথা ছিল। স্পর্শকাতর ওই এলাকায় তুরস্ক, চীনসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে তৎপরতা বেড়েছে আইএসকের।
এএআর/
Leave a reply