সাউদাম্পটনের কাছে হেরে ইংলিশ লিগ কাপ থেকে ম্যানসিটির বিদায়

|

ইংলিশ লিগ কাপে সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই হারে বিদায় নিশ্চিত হয়েছে সিটিজেনদের।

প্রথমার্ধেই গোল দু’টির দেখা পায় সাউদাম্পটন। খেলার ২৩ মিনিটে সেকৌ মারার গোলে লিড পায় স্বাগতিকরা। লিয়ানকোর অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার। ঠিক ৫ মিনিট পর দূরপাল্লার অসাধারণ শটে ব্যবধান ২-০ করেন মুসা জেনপিও। এরপর ম্যাচে ফিরতে চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। অপর সেমিতে উলভসকে হারায় নটিংহ্যাম ফরেস্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply