টাইব্রেকারে জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শ্বাসরুদ্ধকর ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-৩ গোলে হারায় করিম বেনজেমারা।
সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। খেলার ৩৯ মিনিটে স্পট কিক থেকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন করিম বেনজেমা। তবে ৪৬ মিনিটেই স্যামুয়েল লিনোর গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ম্যাচ জুড়ে ভ্যালেন্সিয়ার পোস্টের নিচে প্রহরী হয়ে থাকা জর্জিও, ত্রাতা হতে পারেননি টাইব্রেকে। শুরুর চার শটেই গোলের দেখা পায় গ্যালাক্টিকোরা। তবে ভ্যালেন্সিয়া দুটি টাইব্রেকার মিস করায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এতেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের।
এএআর/
Leave a reply