তীব্র শীতে কাঁপছে দেশ। মধ্যাঞ্চলে কিছুটা কম হলেও শীতে কাঁপছে উত্তর ও পশ্চিমাঞ্চল। তাপমাত্রা ওঠানামা করছে ১০ ডিগ্রির ঘরে।
বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কয়েকদিন ধরে দুপুর গড়ালেও সূর্যের দেখা মিলছে না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সবচেয়ে কম। সকাল থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু জনজীবন।
এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে উত্তরের কয়েক জেলায়। হাড়কাঁপানো ঠান্ডার কারণে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
/এমএন
Leave a reply