টঙ্গীতে আজও আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। শীত উপেক্ষা করে ময়দানে আছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। তাবলিগের কাজকে গতিশীল ও ইসলামের বাণী বিশ্বের মানুষের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিশ্ব ইজতেমার।
শনিবার (১৪ জানুয়ারি) ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকাল ১০টায় আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এছাড়া বোবা ও বধিরদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশে ইংরেজি বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান।
এদিকে, ইজতেমায় অংশ নিতে কয়েকদিন আগে থেকেই টঙ্গীর তুরাগতীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অনেকেই শেষ মুহূর্তে ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে রাস্তার ধারেই ঠাঁই নিয়েছেন।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। করোনা মহামারির পর গতকাল শুক্রবার আম বায়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনের কার্যক্রম। চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি থেকে।
/এমএন
Leave a reply