বাবা ও সন্তানের পাশেই শায়িত হবেন সংগীতশিল্পী লিসা মেরি প্রিসলি 

|

গ্রেসল্যান্ডে বাবা এবং প্রয়াত সন্তানের পাশেই সমাহিত করা হবে প্রখ্যাত সংগীতশিল্পী লিসা মেরি প্রিসলিকে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীত তারকা। খবর দ্য গার্ডিয়ানের।

টেনেসাস রাজ্যের গ্রেসল্যান্ডেই প্রিসলির মেয়ে লিসা মেরিকে সমাহিত করার এ তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার। খুব কম বয়সে একমাত্র ছেলে বেঞ্জামিন কিফ কে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছিলেন লিসা প্রিসলি। তিন মেয়েকে রেখে এবার নিজেও চলে গেলেন চিরতরে।

মৃত্যুর কিছুদিন আগে গ্রেসল্যান্ডে এক প্রোগ্রামে পারফরমেন্স করেন লিসা। মাত্র ২৫ বছর বয়সে এক রাজকীয় প্রাসাদের উত্তরাধিকারী হন এই শিল্পী। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের পর বেশিরভাগ দর্শনার্থী পাড়ি জমান এই বাড়িতে। বিখ্যাত এই শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত তার শুভাকাঙ্ক্ষীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply