সংলাপের মাধ্যমেই ইরান-সৌদির কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

|

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ছবি: সংগৃহীত।

সংলাপের মাধ্যমে সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আবারও শুরু হতে পারে। এমন আশাবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ জানান তিনি। খবর আল জাজিরার।

শুক্রবার (১৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশেরই আলোচনা চালিয়ে যাওয়া উচিত। সংলাপের মাধ্যমেই দুই দেশের দূতাবাস ফের চালু হতে পারে।

মূলত, ২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব। ওই ঘটনার পরই তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। তারই প্রতিক্রিয়ায় সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply