ফাইনালে অসদাচরণের দায়ে শাস্তির মুখোমুখি বিশ্বজয়ী আর্জেন্টিনা। তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। খবর আলজাজিরার।
বিশ্বকাপ জয়ের পর উৎসব করতে গিয়ে মেসিরা স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করেছেন- বলে অভিযোগ উঠেছে। আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অশালীন আচরণের। শুধুমাত্র ফুটবলার কিংবা ফুটবল দলই নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও তদন্তে নেমেছে ফিফা।
মিডিয়া রুলস ও মার্কেটিংয়ের নিয়মনীতিও ভঙ্গ করেছে- এমন অভিযোগ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এর বিপক্ষে। তবে তদন্তের কোনোও সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি ফিফা।
/এসএইচ
Leave a reply