ইউক্রেনে জোরদার রুশ হামলা, একযোগে কেঁপে উঠলো বড় শহরগুলো

|

নিপ্রোর ধ্বংসস্তপ (আলজাজিরা থেকে নেয়া ছবি)।

আবারও মুহুর্মুহু রুশ হামলায় প্রকম্পিত হয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। শনিবার (১৪ জানুয়ারি) একযোগে মিসাইল ছোঁড়া হয় কিয়েভ, খারকিভ, লভিভ, ওডেসা ও জাপোরিঝিয়াতেও। খবর আলজাজিরার।

জানা গেছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর নিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে চালানো হয় ধ্বংসযজ্ঞ। এতে মৃত্যু হয় কমপক্ষে ৯ জনের। ১৪ শিশুসহ আহত হয়েছেন অন্তত ৬৪ জন। রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তুপ থেকে হতাহতদের বের করে আনেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

এদিকে, দু’সপ্তাহ পর আবারও বড় ধরনের হামলার টার্গেট হলো ইউক্রেনের বেশ কয়েকটি বিদ্যুৎ স্থাপনাকেন্দ্র। এতে অন্ধকারে দেশটির বহু অঞ্চল। সবচেয়ে খারাপ পরিস্থিতি খারকিভ ও কিয়েভে। শনিবার অন্তত ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে কিয়েভ।

প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনকে সহায়তায় বহরের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ট্যাংক চ্যালেঞ্জার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। এরই প্রতিক্রিয়ায় অভিযান জোরদারের হুঁশিয়ারি দেয় মস্কো। তারপরই চালানো হলো এ হামলা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply