বিচারবহির্ভূত হত্যা কমাতে র‍্যাবের কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ডোনাল্ড লু

|

মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করছে র‍্যাব। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি জানান, বিচারবহির্ভূত হত্যা কমানোর ক্ষেত্রে র‍্যাব উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

রোববার (১৫ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন ডোনাল্ড লু। তিনি জানান, জিএসপি সুবিধা আবার উন্মুক্ত হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ।

এ নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, কোথাও দুর্বলতা থাকলে তা সংশোধন করবে বাংলাদেশ। বুলেট নয়, ব্যালটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে সরকার।

এর আগে, শনিবার রাত সাড়ে আটটার দিকে দিল্লি থেকে ঢাকা পৌঁছান ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালক ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

ঢাকা পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন ডোনাল্ড লু। শনিবার রাতে বিমানবন্দর থেকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে নৈশভোজে যোগ দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনানুষ্ঠানিক এ বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানা গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply