৫ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী ও ইমামকে খাওয়ালেন চেয়ারম্যান

|

শরীয়তপুর প্রতিনিধি:

৫ শতাধিক প্রতিবন্ধী, অসহায় বৃদ্ধ, ভিক্ষুক, দুস্থ ও ইমামকে প্যান্ডেল সাজিয়ে আয়োজন করে পেটপুরে খাওয়ালেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান।

কোনো উপলক্ষ কিংবা উদ্দেশ্য নয়, এলাকার অবহেলিত দুঃস্থ-অসহায়-প্রতিবন্ধী মানুষদের এক বেলা খাওয়ানোর ইচ্ছা থেকেই এ আয়োজন করেছেন তিনি।

নিমন্ত্রণ পেয়ে দুপুর সাড়ে ১২টার পর বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধী, অসহায় বৃদ্ধ, ভিক্ষুক, দুস্থ ও এলাকার মসজিদের ইমামগন দাওয়াতে আসতে শুরু করেন। 

চেয়ারম্যানের বাড়ির সামনের উঠানে সাজানো হয়েছে প্যান্ডেল। পাঁচ শতাধিক অসহায় প্রতিবন্ধী ও ইমাম খতিব এসেছিলেন এ দাওয়াতে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply