লিভারপুলকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। ৬২ বছর পর ঘরের মাঠে লিভারপুলকে হারালো ব্রাইটন। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়ের রাতেও এমন হার বরণ করতে হলো অলরেডদের। ইংলিশ প্রিমিয়ার লিগে ইয়ুর্গেন ক্লপের দলের দুঃসময় যেন আর কাটছেই না!
ব্রাইটনের মাঠে বল দখল আর আক্রমণে শুরু থেকেই এগিয়ে ছিলো স্বাগতিকরা। প্রথমার্ধে শুধু গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সেই অভাব পূরণ হয়। দলকে লিড এনে দেন সোলি মার্চ। ৭ মিনিটের মাথায় মার্চের দ্বিতীয় গোলে আরও এগিয়ে যায় ব্রাইটন। আর ৮১ মিনিটে মার্চের অ্যাসিস্ট থেকে ড্যানি ওয়েলব্যাক গোল করলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ব্রাইটনের।
১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে ব্রাইটন। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া লিভারপুল ২৮ পয়েন্ট নিয়ে আটে আছে।
আরও পড়ুন: ইউনাইটেডের ৫ মিনিটের ঝড়ে ম্যানচেস্টারের রং ‘লাল’
/এম ই
Leave a reply