ইরানে শুরু হয়েছে আকস্মিক তুষারপাত

|

ইরানে শুরু হয়েছে আকস্মিক তুষারপাত। তীব্র ঠান্ডায় গ্যাস পাইপলাইন জমে গিয়ে বিঘ্নিত হয়ে পড়েছে গ্যাস সরবরাহ। খবর এপির।

পুরু তুষারের স্তরে ঢাকা পড়েছে দেশটির কিছু এলাকা। রোববার বন্ধ ঘোষণা করা হয় স্কুল ও সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান। কিছু জায়গায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় কমে গিয়েছে গ্যাস সরববাহ। দেশটির প্রায় ৮৫ মিলিয়ন বাসিন্দা ঠান্ডায় দুর্ভোগে ভুগছে। তবে ঠান্ডাকে উপেক্ষা করে অনেকেই শুভ্র তুষারে ঢাকা পড়া প্রকৃতির সৈান্দর্য উপভোগ করতে বের হয়েছেন। তবে কর্তৃপক্ষের দাবি, শীতে বাসা বাড়িতে গ্যাসের ব্যবহার বেশি হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply