নেপাল ট্রাজেডি: পাওয়া গেছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স

|

নেপালের পোখারায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ব্ল্যাকবক্সটি মোটামুটি অক্ষত আছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। এরফলে পরিষ্কার আবহাওয়া থাকা সত্ত্বেও কেনো বিমানটি বিধ্বস্ত হলো তা অনুসন্ধান আরও একধাপ এগিয়ে যাবে। খবর এনডিটিভির।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। সেখানেই ব্ল্যাক বক্স খুঁজে পান উদ্ধারকরর্মীরা। বিষয়টি নিশ্চিত করে পোখারা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ব্ল্যাকবক্সটি বেশ ভালো অবস্থায় আছে। অন্তত বাইরে থেকে এটিকে মোটামুটি অক্ষত দেখাচ্ছে।

প্রসঙ্গত, রোববার (১৫ জানুয়ারি) নেপালের পোখারায় অবতরণের সময় বিধ্বস্ত হয় একটি বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানে মোট আরোহী ছিলেন ৭২ জন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এর মধ্যে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান ও ২ জন কোরিয়ান ছিলেন। এদিকে এ ঘটনাকে মর্মান্তিক বলে টুইটারে পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply