পেরুতে চলমান আন্দোলনের জেরে জরুরি অবস্থা ঘোষণা

|

পেরুতে চলমান আন্দোলনের জেরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দিনা বুলোয়ার্তে। স্থানীয় সময় রবিবার (১৫ জানুয়ারি) রাজধানী লিমাসহ আরও কয়েকটি অঞ্চলে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে রোববারও রাজপথে নামে আন্দোলনকারীরা। রাজধানী লিমাসহ আরও কয়েকটি প্রধান শহরে চলে মিছিল-সমাবেশ। পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে সংঘর্ষের ঘটনাও হয়। পেরুতে চলমান বিক্ষোভ সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জন।

পেরুতে গেলো ডিসেম্বরে, অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে। সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বিক্ষোভে নামে তার সমর্থকরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply