ইউক্রেনের নিপ্রো শহরে রুশ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। খবর আলজাজিরার।
সোমবার (১৬ জানুয়ারি) শহরটিতে চালানো রুশ অভিযানে বিধ্বস্ত ভবনের নিচ থেকে উদ্ধার করা হয় আরও বেশ কয়েকটি মরদেহ। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
নতুন করে আর জীবিত কাউকে উদ্ধারের আশা না থাকলেও, ধ্বংসস্তুপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান এখনও চলছে। তবে ভারী তুষারপাতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
এর আগে, রুশ-ইউক্রেন যুদ্ধের ১১ মাসে অন্যতম ভয়াবহতম হামলা চালানো হয় গত শনিবার (১৪ জনাউয়ারি)। নিপ্রো, খারকিভ, বাখমুত ও রাজধানী কিয়েভে ৫৭ দফা মিসাইল ছোঁড়া হয়। নিপ্রো শহরে ধ্বংসাবশেষে পরিণত হয় একটি ৯তলা ভবন। হামলার পেছনে কিয়েভ মস্কোকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ক্রেমলিন।
/এসএইচ
Leave a reply