পিরোজপুর করেসপনডেন্ট:
প্রতিনিয়ত পোলট্রি ফিড ও ওষুধের দাম বাড়ায় বিপাকে পড়েছেন পিরোজপুরের খামারীরা। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে একশর বেশি খামার। বেকার হয়ে পড়েছেন প্রায় ২ সহস্রাধিক কারিগর। পোলট্রি শিল্প বাঁচিয়ে রাখতে খামারিরা ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন।
গত এক মাসে ফিডের দাম বস্তা প্রতি ২ শতাধিক টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ডিম উৎপাদনে লোকসান গুনছেন তারা। খামার মালিকরা বলছেন, ওষুধ-খাবারের দামের বেশ ঊর্ধগতি। এর কারণে একজন খামারি যে বিনিয়োগ করছেন, সে অনুপাতে লাভ আসছে না। প্রতি সপ্তাহেই একবার বা দুইবার করে খাবারের দাম বৃদ্ধি করে ব্যবসায়ীরা।
পিরোজপুরে ৫ হাজার উদ্যোক্তা ছোট-বড় খামার পরিচালনা করছেন। এতে কাজের সুযোগ পাচ্ছেন অন্তত ২৫ হাজার মানুষ।
পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার দাবি করেন, সংকট উত্তরণে খামারিদের নানা ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। বললেন, ডিম ব্যবসায়ী ও পোলট্রি খামারিদের মধ্যে সমন্বয় করা হচ্ছে যাতে খামারিরা ন্যায্য দাম পান।
উল্লেখ্য, পিরোজপুর থেকে বছরে উৎপাদিত হয় প্রায় ৪০ কোটি ডিম সারাদেশে সরবরাহ করা হয়।
/এসএইচ
Leave a reply