সৌদি আরব অল স্টার দলের অধিনায়ক রোনালদো

|

ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে প্রীতি ম্যাচে সৌদি আরব অল স্টার দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সৌদির আরবের ক্লাব আল নাসেরে যোগ দেয়ার পর দেশটির মাটিতে নিজের প্রথম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন সিআর সেভেন। হয়তো বৃহস্পতিবারের এ ম্যাচই হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর শেষ লড়াই!

বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসেলে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আনুষ্ঠানিক ভাবে এ মেগা স্টারকে সমর্থকদের সাথে পরিচয় করিয়েও দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু, নিষেধাজ্ঞার কারণে এখনও আল নাসেরের জার্সিতে অভিষেক হয়নি রোনালদোর।

তবেঁ, ক্লাবের জার্সিতে মাঠে নামার আগে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে সৌদি আরবের মাটিতে প্রথমবার মঠে নামবেন রোনালদো। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির পিএসজির বিপক্ষে।

সৌদি আরবের দুই ক্লাব আল নাসের ও আল হিলালের সেরা তারকাদের নিয়ে গঠিত হবে সৌদি আরব অল স্টার। সোমবার (১৬ জানুয়ারি) এ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় সিআর সেভেনের নাম।

ছবি: সংগৃহীত

পিএসজির বিপক্ষে সৌদি অল স্টারের এ ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মেসি-রোনালদোর লড়াই। রোনালদো রিয়াল মাদ্রিদে আর মেসি বার্সেলোনায় থাকতে দুজনের মাঠের লড়াই হতো প্রায়শই। সেখানে যুদ্ধটা চলতো সেরা গোলদাতা আর ব্যালন ডি অর ট্রফির লড়াই পর্যন্তই।

রিয়াল ছেড়ে রোনালদো য়্যুভেন্টাসে যোগ দেবার পর এ দুই তারকার মাঠের লড়াইয়ে দেখা হয় কদাচিৎ। সবশেষ দুজনের দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল রোনালদোর য়্যুভেন্টাস।

লম্বা বিরতির পর সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হবেন রোনালদো-মেসি। এটাই হয়তো প্রজন্মের সেরা দুই মহাতারকার শেষ লড়াই হতে যাচ্ছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply