পোখারা মর্গের সামনে নিহতদের স্বজনদের ভিড়

|

পোখারা মর্গের সামনে শোকার্ত স্বজনরা।

নেপালে কাটছে না বিমান দুর্ঘটনার শোক। এরইমধ্যে, নিহত স্বজনদের মরদেহ ফেরত নিতে পোখারা হাসপাতালের মর্গের সামনে বাড়ছে পরিবার-স্বজনদের ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সেখানকার নিরাপত্তাকর্মীরা। খবর রয়টার্সের।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পোখারা মর্গে ২৪ মরদেহের ময়নাতদন্ত করা হবে। যাবতীয় তথ্য সংগ্রহের পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হতে পারে দেহাবশেষ। বাকিদের মরদেহ বিশেষ বিমানের মাধ্যমে নেয়া হবে রাজধানী কাঠমান্ডুতে। সেখানেই হবে ময়নাতদন্ত।

রোববার (১৫ জানুয়ারি) ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা গেছে। নিখোঁজ বাকি দু’জনের সন্ধানে এখনও চলছে তল্লাশি। তাদের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে পাওয়া গেছে বিমানটি দুটি ব্ল্যাকবক্স, ফ্লাইট ও ডাটা রেকর্ডার।

প্রসঙ্গত, রোববার রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার সময় রানওয়ের কাছেই বিধ্বস্ত হয় ফ্লাইট- ‘ওয়াই টি- নাইন সিক্স ওয়ান’। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিলেন ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply