প্রথম ধাপে দেশের ৪৪টি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আগামী ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উদযাপন করা হবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব তথ্য জানান। এই কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের ৫-১১ বছর বয়সী এবং মাধ্যমিক পর্যায়ের ১২-১৬ বছর বয়সী শিশুকে ১ ডোজ কৃমিনাশক ওষুধ ভরা পেটে সেবন করানো হবে।
আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কৃমির সংক্রমণ বয়স্ক মানুষের চেয়ে শিশুদের মধ্যেই সবচেয়ে বেশি। শিশুদের কৃমি নিয়ন্ত্রণে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
/এমএন
Leave a reply