সরকার পতনে সুনামির দরকার হলেও চেষ্টা করবে বিএনপি: মিন্টু

|

সরকার পতনে সুনামির দরকার হলে তাতেও চেষ্টা করবে বিএনপি। দেশের জনগণকে বাঁচানোর জন্য আন্দোলন গড়ে তুলতে সুনামির মতো ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিতে হবে, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে ১২ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, মেগা প্রকল্পের নামে এই সরকার মেগা দুর্নীতি করেছে। দেশের সব টাকা বিদেশে পাচার করে দিয়েছে বলেও জানান তিনি। তাই টাকা ও ডলারের সংকট থেকে মুক্তি পেতে সরকারকে উৎখাত ছাড়া উপায় নাই।

১০ দফা দাবি মেনে দেশকে মুক্তি দিয়ে সরকার পদত্যাগ করতে হবে জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগের স্বপ্ন জনগণের দুঃস্বপ্ন। তাই জনগণকে রক্ষা করতে সকল সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। এ সময় বিদ্যুত্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান বক্তারা।

তাতে জানানো হয়, আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হরণ দিবস উপলক্ষে আন্দোলন করবে ১২ দলীয় জোট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply