কূটনীতিকদের পদলেহন করে বিএনপি কোনো সুবিধা না পাওয়ায় আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে পিআইবি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু র্যাবের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশংসা করে গেছেন। কিছু প্রক্রিয়া শেষে নিষেধাজ্ঞা তুলে নেবে। এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
বিএনপি সমাবেশ-মিছিলের নামে আবারও সহিংসতায় নেমেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। বলেন, চট্টগ্রামে গাড়ি ভাংচুর ও অগ্নিসন্ত্রাস করেছে। এসব চলতে থাকলে তাদের সমাবেশের অনুমোদন নিয়ে সরকারকে আবারও ভাবতে হবে বলে সতর্ক করেছেন ড. হাছান মাহমুদ।
/এমএন
Leave a reply