ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে ডেকে হত্যার অভিযোগ

|

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে মানিক মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মানিক মিয়া ওই এলাকার মৃত এলেম মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে খালাতো ভাই আসমত আলী ও একই বাড়ির কাজলের স্ত্রী শিরিনের কাছে এক লক্ষ টাকা সুদে দেন মানিক মিয়া। সেই টাকা ফেরত চাইলে তাদের দুজনের প্রায় সময় বাকবিতণ্ডা হতো। মঙ্গলবার সন্ধ্যায় আসমত আলী টাকা ফেরত নিতে মানিককে তার বাড়িতে যেতে বলেন। মানিক সেখানে গেলে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে আসমত, শিরিন ও শামসুন্নাহার নামে আরও এক নারী মানিকের ওপর হামলা করে। এ সময় মানিককে দেয়ালের সাথে চেপে ধরলে সে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানার ওসি আসলাম হোসাইন জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে মানিক মিয়াকে হত্যার অভিযোগ এনেছে তার পরিবার। মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply