রোহিঙ্গা শিবির নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

রোহিঙ্গা শিবির নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিষফোড়া হয়ে আছে। তারা প্রতিনিয়ত অপরাধ জগতে যুক্ত হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে।

সরকার দেশে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে না বলেও এ সময় উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, সবাই স্বাধীনভাবে যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply