ভোলা প্রতিনিধি:
ভোলায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে রিয়াজ উদ্দিন (২৭) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন চালক রিয়াজ। পথিমধ্যে মেয়রের বাড়ির সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালক রিয়াজ ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়। চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রিপন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএআর/
Leave a reply